হ্যালো সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে আমরা বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং এই এন্ড্রয়েড ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো স্টরেস। ফোনের স্টোরেজ যত বেশি হবে ততই ভাল হবে কারণ ফোনের মধ্যে বেশি ডকুমেন্ট রাখা যাবে। ফোনে স্টোরেজ কম হলে ফোনের মধ্যে অল্প ডকুমেন্ট রাখা যাবে। আমরা প্রত্যেকেই চাই ফোনের স্টোরেজ বেশী হোক।
Phone Storage : আমরা যখন নতুন মোবাইল ফোন কিনে ব্যবহার করি এখন মোবাইল ফোনের স্টোরেজ অনেক খালি থাকে। আস্তে আস্তে ফোনে স্টোরেজ কমে যায়। ফোনের মধ্যে বিভিন্ন ফটো, ভিডিও, অডিও, অ্যাপস ডাউনলোড করি তাই ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। যখন আমরা প্লে স্টোর অথবা অন্য কোথাও থেকে কোনো অ্যাপ্লিকেশন বা ফাইল ডাউনলোড করি তখন ওই অ্যাপ্লিকেশনটির একটা ফোল্ডার আলাদাভাবে ফাইল ম্যানেজার এর মধ্যে যুক্ত হয়ে যায়। আর এই ফোল্ডারের মধ্যে অনেক ডেটা অথবা জেঙ্ক ফাইল যুক্ত হতে শুরু করে যার ফলে ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়।
Apps Size : মনে করুন, একটি অ্যাপ্লিকেশনের সাইজ 40 এমবি আপনি ওই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করেছেন মোবাইল ফোনে। অ্যাপ্লিকেশনটি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন অ্যাপ্লিকেশনটি সাইজ অনেক বেড়ে গিয়েছে। কারণ আপনি যখন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন তখন তার একটা ডেটা মোবাইল ফোনের মধ্যে যুক্ত থাকে সেই ডেটার জন্য স্টরেস বেড়ে যায় এবং অ্যাপ্লিকেশনের সাইজ বেড়ে যায়।
Phone Storage Increase : আজ আমি এন্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি অ্যাপ্লিকেশন দেখাব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি মোবাইল ফোনের স্টোরেজ অনেক বাড়িয়ে নিতে পারবেন। আপনার মোবাইল ফোনের স্টোরেজ যদি অনেক কম হয়ে থাকে অথবা আপনার স্টোরেজ অনেক বেশি প্রয়োজন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্টোরেজঃ বাড়াতে পারবেন। এখানে আপনি 1000 জিবি স্টোরেজ বাড়াতে পারবেন। আপনারা এখানে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট অথবা অন্যান্য ফাইল আপলোড করে রাখতে পারবেন। পরবর্তীকালে আবার ঐ সমস্ত ফাইলগুলো ডাউনলোড করে মোবাইল ফোনে নিতে পারবেন।
How To Use 1000GB Storage App ?
সবার প্রথমে এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করে ফেলুন। তারপর এখানে আপনাকে ইমেইল এড্রেস দিয়ে সাইন ইন করতে হবে। এখন আপনি সাইন ইন উইথ গুগল অপশন এ ক্লিক করুন। তারপর একটি ইমেইল এড্রেস বেছে নিন। এভাবেই সবার প্রথমে ইমেইল এড্রেস দিয়ে সাইন ইন করে ফেলুন অ্যাপ্লিকেশনটি। তাহলে অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
এখন আপনি বামদিকের সবার উপরে three lines এ ক্লিক করুন। আপনি নিচে 1000 জিবি স্টোরেজ দেখতে পাবেন। আপনি যত স্টোরেজ ব্যবহার করবেন সেটা এখানে দেখাবে।
যদি আপনি ভুল করে এই অ্যাপস থেকে কোন ফটো, ভিডিও অথবা অন্যান্য ফাইল ডিলিট করে দেন তাহলে আপনি ঐ সমস্ত ডিলিট করা ফাইলগুলো রিসাইকেল বিন অপশন থেকে আবার ফিরিয়ে আনতে পারবেন।
এখন আপনি প্লাস বাটনে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি চাইলে নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন। এখন আপনার পছন্দের যে কোন একটা ফোল্ডার তৈরি করে ফেলুন যেমন ফটো ফোল্ডার, ভিডিও ফোল্ডার, অডিও ফোল্ডার ইত্যাদি। তারপর ঐ ফোল্ডারে ক্লিক করুন। এখন আবার প্লাস বাটনে ক্লিক করুন তারপর আপলোড ফাইল অপশনে ক্লিক করুন। তারপর আপনার গুরুত্বপূর্ণ ফটো গুলো আপলোড করে ফেলুন।
আপনি যদি চান যে আমি আবার এই সমস্ত ফটোগুলো আবার মোবাইল ফোনে ডাউনলোড করবো তার জন্য ওই ফটোর উপরে ক্লিক করুন। তারপর উপরে একটি শেয়ার বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করুন। তারপর দেখবেন যে ফটোটি এখানে লোড নেবে কিছুক্ষণের জন্য। তারপর গ্যালারি অ্যাপস টি select করুন। তারপর সেভ বাটনে ক্লিক করলেই ছবিটি মোবাইল ফোনের মধ্যে save হয়ে যাবে।
কোন এপ্লিকেশন ভাই? কোনো ডিটেইলস নাই, হুদায়
ReplyDelete