হ্যালো সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমরা বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। এন্ড্রয়েড ফোনে রেম যত বেশি হবে মোবাইল ফোনের পারফরম্যান্স তত বৃদ্ধি পাবে। আর মোবাইল ফোনের রেম যত কম হবে পারফরম্যান্স তত কমে যাবে। তবে আইফোন এর ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আই ফোনের রেম কম হলেও পারফরম্যান্স অনেক বেশি। যাই হোক আমরা আইফোনে দিকে যাচ্ছি না।
আপনার মোবাইল ফোনের রেম যদি কম হয় যেমন - 1GB, 2GB, 3GB, 4GB তাহলে দেখবেন আপনার মোবাইল ফোনের পারফরম্যান্স খুবই কম। যখন আপনি মোবাইল ফোনে গেম প্লে করেন অথবা মোবাইল ফোনে বেশি প্রেশার দিয়ে কাজ করেন তখন মোবাইল ফোন মাঝে মাঝে হ্যাং করে। আপনার কাজের ক্ষেত্রে সমস্যা হয়। মোবাইল ফোনের রেম যত কম হবে মোবাইল ফোনের পারফরম্যান্স তত কমে যাবে। আপনি মোবাইল ফোনে বেশি অ্যাপস ইন্সটল করে রাখতে পারবেন না। অল্প RAM যুক্ত মোবাইল ফোনে বেশি অ্যাপস ইন্সটল করে রাখলে মোবাইল ফোন অতিরিক্ত হ্যাং করবে।
মোবাইলে রেম কম হলে বড় বড় সাইজের গেম অথবা অ্যাপস ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করতে গেলে মোবাইল ফোন হ্যাং করবে। তাছাড়া মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে হ্যাং করবে।
আসলে সত্যি কি এন্ড্রয়েড ফোনে এক্সট্রা রেম বাড়ানো সম্ভব ? যদি হয় তাহলে কিভাবে ?
এক কথায় বলতে গেলে, এন্ড্রয়েড ফোনে আলাদা ভাবে এক্সট্রা রেম বাড়ানো সম্ভব নয়। এন্ড্রয়েড মোবাইল ফোনে ডিফল্ট যত জিবি রেম দেওয়া থাকে তার থেকে বেশি বাড়ানো সম্ভব নয়।
তবে মোবাইল ফোনে রেম বাড়ানো সম্ভব হবে তখন, যখন আপনি মোবাইল ফোনটি রুট করবেন। আপনার মোবাইল ফোনটি রুট থাকলে কয়েকটি অ্যাপসের মাধ্যমে ফোনের রেম বাড়ানো সম্ভব হবে। তবে এই রেম আপনার মোবাইল ফোনে সঠিকভাবে কাজ করবে না। যেহেতু রেমের সঙ্গে মোবাইল ফোনের প্রসেসর এর একটি কানেকশন থাকে। আপনার মোবাইল ফোনের প্রসেসরের ক্ষমতা যে রকম, ঠিক সেরকম রেম দেওয়া থাকে আপনার মোবাইল ফোনে। এর থেকে যদি আপনি রেম এক্সট্রা বাড়িয়ে নেন তাহলে সেটা প্রসেসর এর সাথে কানেক্ট হবে না। সে ক্ষেত্রে রেম বাড়ানো গেলেও কাজ করবেনা।
4GB RAM Memory Booster - Android Phone RAM Booster - Clean Your Android Phone RAM
আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা প্রতিনিয়ত মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ইন্সটল করি। তাছাড়া বিভিন্ন ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট থেকে শুরু করে আরো অনেক কিছু ডাউনলোড করে থাকি। প্রত্যেকটি ডাউনলোড ফাইল এর জাঙ্ক ফাইল থাকে আপনার মোবাইল ফোনে। যখন আপনি কোন একটি অ্যাপস মোবাইল ফোনে ইন্সটল করেন তখন সেই অ্যাপটির একটি ফোল্ডার অটোমেটিক আপনার মোবাইল ফোনে যুক্ত হয়ে যায়। আর আপনি যখন অ্যাপসটি কিছুদিন ব্যবহার করার পর আনইন্সটল করে দেন তখন ঐ সমস্ত জাঙ্ক ফাইল ডিলিট হয়ে যায় না। আপনার মোবাইল ফোনে ওগুলো থেকে যায় সেটি হল জাঙ্ক ফাইল। এভাবেই দিনের পর দিন আপনার মোবাইল ফোনে জাঙ্ক ফাইল বাড়তে থাকে। জাঙ্ক ফাইল কোনো কাজের না। এগুলো আপনার মোবাইল ফোনের স্টোরেজঃ বাড়িয়ে তোলে। মোবাইল ফোনের রেম এর ক্ষমতা কমিয়ে দেয়। আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ওই সমস্ত জমে থাকা জাঙ্ক ফাইল ডিলিট করতে পারবেন এক ক্লিকে। আপনার মোবাইল ফোন বুষ্ট করা যাবে। ফোনের ক্ষমতা আগের থেকে বাড়িয়ে তুলতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।
এই অ্যাপ্লিকেশনটি কেন আপনার মোবাইল ফোনে ব্যবহার করবেন ?
আপনার মোবাইল ফোন যদি খুব স্লো চলে। আপনার অনেক স্টোরেজের প্রয়োজন। দ্রুত ফোনের চার্জ ফুরিয়ে যায়। আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাপস আছে ওই সমস্ত অ্যাপস গুলো আসলে মোবাইল ফোনের জন্য পারফেট কিনা বা এমন কোন অ্যাপস আছে কিনা যে অ্যাপসটি আমার মোবাইল ফোনে ক্ষতি করতে পারে? এই এপ্লিকেশনটি সমস্ত ফিচার আপনাকে দিয়ে থাকবে। আপনি সবকিছু যাচাই করে জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।
অ্যাপ্লিকেশনটির গুরুত্বপূর্ণ ফিচার :
✓ Phone Booster : আপনার ফোনের রানিং ক্ষমতা বাড়িয়ে তুলবে। আপনার মোবাইল ফোন যদি খুব স্লো চলে তাহলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফাস্ট করে তুলতে পারবেন। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে অনেক অ্যাপস আছে। প্রতিটি অ্যাপস মোবাইল ফোনে কন্টিনিউ চলতে থাকে। আপনি অ্যাপসটি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করতে পারবেন সমস্ত অ্যাপ গুলো।
✓ Junk Cleaner : যখন আমরা প্লে স্টোর অথবা অন্য কোথাও থেকে কোন অ্যাপস অথবা ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট থেকে শুরু করে কোন ফাইল ডাউনলোড করি তখন প্রত্যেকটি ফাইল এর এক একটা ফোল্ডার ফোনের মধ্যে যুক্ত হয়ে যায় এবং ঐ সমস্ত ফোল্ডারগুলোর মধ্যে প্রচুর জাঙ্ক ফাইল যুক্ত থাকে। ঐ সমস্ত জাঙ্ক ফাইল ফোনের স্টোরেজ কমিয়ে দেয়। আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ওই সমস্ত জমে থাকা জাঙ্ক ফাইল ডিলিট করতে পারবেন। যার ফলে আপনার মোবাইল ফোনের স্টোরেজ বেড়ে যাবে।
✓ Phone Cooler : আপনি যখন মোবাইল ফোন অনেকক্ষণ ব্যবহার করেন তখন মোবাইল ফোন এর টেম্পারেচার বেড়ে যায়। মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।
✓ Power Saving : দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে অনেক অ্যাপস থাকে এবং প্রতিটি অ্যাপস মোবাইল ফোনে ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। আপনি অ্যাপসগুলো ব্যবহার না করলেও এগুলো মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় রান করেন। যার ফলে আপনার মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে।
✓ Apps Manager : এই অপশনটির মাধ্যমে আপনার মোবাইলের স্টোরেজঃ বাড়িয়ে তুলতে পারবেন। আপনার মোবাইল ফোনে মাল্টিপল অ্যাপস থাকে অথবা এমন অ্যাপস রয়েছে যেগুলো আপনার নাগালের বাহিরে। সেই সমস্ত অ্যাপস আপনি আনইন্সটল করে ফোনের স্টোরেজ এবং রাম বাড়িয়ে তুলতে পারবেন।
✓ Game Manager : এই অপশনটির মাধ্যমে আপনার মোবাইল ফোনে যতগুলো গেম ইন্সটল করা রয়েছে সমস্ত গেম একই লিস্টে দেখাবে। এখান থেকে আপনারা সমস্ত গেম ম্যানেজ করতে পারবেন।
✓ Private Browser : প্রাইভেট ব্রাউজার এই অ্যাপসটির মাধ্যমে আপনারা প্রাইভেট ভাবে ইন্টারনেট ব্রাউজ ব্যবহার করতে পারবেন। এখানে ওয়েব পেজ ব্রাউজ করলে কোনরকম হিস্টরি, কুকিজ অথবা ক্যাশ ফাইল রেকর্ড হবে না। আপনি গুগলে যা কিছু লিখে সার্চ করবেন সেটা হিস্টোরিতে যুক্ত হবে না।
✓ Data Monitor : ডাটা মনিটর এই অপশনটির মাধ্যমে আপনারা প্রতিদিন অথবা মাসে কত ডাটা ব্যবহার করেন সেটা মনিটর করবে। আপনারা প্রতিদিন দেখতে পারবেন যে এই মুহূর্তে আপনি কত এমবি ডাটা ব্যবহার করেছেন। ওয়াইফাই, মোবাইল ডাটা এগুলো ট্রেকিং করতে পারবেন।
✓ Duplicate File Remover : আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে বিভিন্ন ফটো, ভিডিও, অডিও অথবা বিভিন্ন ফাইল থাকে। হয়তো কোন একটা ফাইল ডাবল রয়েছে যেটা আমরা জানি না। ফটো, ভিডিও, অডিও এগুলো ডবল বা এর বেশি থাকতে পারে। যার ফলে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আপনারা এই অপশনটির মাধ্যমে ডুপ্লিকেট ফাইল রিমুভ করতে পারবেন যার ফলে ফোনের স্টোরেজ অনেক বেড়ে যাবে।
✓ File Recover : আপনি যদি কোনো ফাইল হারিয়ে ফেলেন তাহলে আপনারা ওই সমস্ত হারিয়ে যাওয়া ফাইল আবার ফিরিয়ে আনতে পারবেন এই অপশনটির মাধ্যমে।